আর ফিরিস না এই বাংলায়
দোহাই মেয়ে,
আর ফিরিস না এই বাংলায়
শঙ্খচিল নয় শকুনের দল
বসে আছে হেথায়
উরুর ভাঁজে খুঁটে খাবে তায়।
দোহাই মেয়ে
আর ফিরিস না এই বাংলায়
ধানসিড়ি নয় নর্দমার কীট
দুর্গন্ধ ছড়ায়
আর্তি হেথায় কন্ঠ হারায়।
দোহাই মেয়ে
আর ফিরিস না এই বাংলায়
লাল ঘুঙুর নয় শোণিত অন্তর্বাস
বাবা মা কে মনে করায়
খুকু যেন আর না জন্মায়।
✍🏼:-ডাক্তার অর্পণ চক্রবর্তী
09/08/2024
Tags
Poem